ইনস্টাগ্রামে লাইকের সংখ্যা লুকাবেন যেভাবে

সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অনেকেই নিয়মিত ছবি, ভিডিও ও রিলস প্রকাশ করেন। এসব পোস্টে অন্যরা প্রতিক্রিয়া জানান ও মন্তব্য করেন। তবে, পোস্টে লাইকের সংখ্যা কম হলে মনে কষ্ট পাওয়ার পাশাপাশি বিব্রতও হন কেউ কেউ। তাই অনেকেই নিজেদের পোস্টে থাকা লাইকের সংখ্যা অন্যদের কাছে লুকিয়ে রাখতে চান। ইনস্টাগ্রামে চাইলেই পোস্টের লাইক সংখ্যা লুকিয়ে রাখা যায়।

ইনস্টাগ্রামে লাইক ও শেয়ারের সংখ্যা লুকাবেন যেভাবে—

১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করুন।

২. এবার স্ক্রিনের ডানে নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

৩. এখন ওপরের ডান দিকে থাকা ‘তিনটি অনুভূমিক’ লাইনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৪. মেনুটি নিচের দিকে স্ক্রল করুন এবং ‘হোয়াট ইউ সি’ সেকশনটি খুঁজে বের করুন।

৫. এই সেকশনে নিচে থাকা ‘লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনে ট্যাপ করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।

৬. এবার ‘হাইড লাইক অ্যান্ড শেয়ার কাউন্টস’ অপশনের পাশে থাকা টগল বাটনে ট্যাপ করে ফিচারটি বন্ধ করে দিন। ফিচারটি বন্ধ করলে বাটনটি সাদা থেকে কালো রঙের হয়ে যাবে।

You might also like

Comments are closed.