ইনজুরি কাটিয়ে ফিরছেন শরিফুল
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের কাছে পরপর দুই সিরিজ হেরে বেশ চাপে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন সময় মাসব্যাপী শ্রীলঙ্কা সফরে গেছে টাইগাররা। সফরের সূচনায় রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে ঘোষিত টেস্ট দলে নেই তরুণ পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, ইনজুরির পর থেকে শরিফুল বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে রিহ্যাব প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। বোর্ডের ফিজিও দেলোয়ার হোসেন শিভা বলেন, শরিফুলের পুনর্বাসন কার্যক্রম ভালোভাবে চলছে এবং তিনি দ্রুতই মাঠে ফেরার পথে রয়েছেন।
ভাগ্য ভালো হলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরতে পারেন এই বাঁহাতি পেসার। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, ফিজিক্যাল কন্ডিশন অনেকটাই উন্নতির দিকে, এবং সাদা বলের সিরিজ শুরুর আগেই তিনি ফিট হতে পারেন।

Comments are closed.