ইনজামামকে ছাড়িয়ে গেলেন মুশফিক
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক। দেশটির সাবেক এই অধিনায়ক ক্রিকেট ক্যারিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন।
বুধবার তারই একটি রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এদিন শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৩৫ রান করে আউট হন মুশফিক।
এই রান করার মধ্য দিয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
কলম্বো টেস্টের আগে শ্রীলংকার বিপক্ষে মুশফিকের সংগ্রহ ছিল ১৫৫৮ রান। আর মাত্র ২ রান করলেই তিনি পেছনে ফেলতেন পাকিস্তানি কিংবদন্তি ইনজামাম-উল হককে। ইনজামাম শ্রীলংকার বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ ১৫৫৯ রান সংগ্রাহক।
বুধবার ৭৫ বল মোকাবেলা করে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করার মধ্য দিয়ে ইনজামামকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যান মুশফিকুর রহিম।

Comments are closed.