ইতিমধ্যে প্রায় একশো শিশুকে হত্যা করেছে রাশিয়া : ইউক্রেন
একটানা প্রায় তিন সপ্তাহ ধরে ইউক্রেনে রাশিয়ার হামলা চলছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম হামলা চালায় রাশিয়া। এই যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার আক্রমণে ইউক্রেনের ৯৭ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
কানাডার আইনপ্রণেতাদের সম্মুখে ভার্চুয়াল এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান।
ওই ভাষণে জেলেনস্কি বলে, তারা (রাশিয়া) সবকিছু ধ্বংস করছে: স্মৃতিসৌধ, স্কুল, হাসপাতাল, হাউজিং কমপ্লেক্স। তারা ইতিমধ্যেই ৯৭ ইউক্রেনীয় শিশুকে হত্যা করেছে। আমরা বেশি কিছু চাইছি না। আমরা ন্যায়বিচার চাইছি৷ আমরা প্রকৃত সমর্থন চাইছি।