ইট ছুড়ে যাত্রীবাহী মাইক্রোবাস থামিয়ে ডাকাতি

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতি হয়েছে।

রাজশাহীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি রবিবার (৯ মার্চ) রাত ৯টার দিকে কোণাবাড়ি এলাকায় ডাকাতে কবলে পড়ে।

রাতেই এই ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় অভিযোগ দায়ের হয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘কোণাবাড়ি এলাকায় ডাকাতরা ইট ছুড়ে মারলে চালক মাইক্রোবাসটি থামান। সে সময় সাত-আটজনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে
যাত্রীদের জিম্মি করে।’

ওসি বলেন, তারা সাতটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বিষয়টি জানার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন।

তিনি আরও জানান, ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

You might also like

Comments are closed.