ইজতেমায় দেশের বৃহত্তম জুমার জামাত

ইজতেমা ময়দানে দেশের বৃহত্তর জুমার জামাত
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে দেশের সবচেয়ে বড় জুমার জামাত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে দুইটায় ইজতেমা ময়দানের জুমার নামাজ হয়। এতে ইমামতি করেন ভারতের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি।

ইজতেমা ময়দানের মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের লাখো মানুষ জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে হাজির হন।

এর আগে বাদ ফজর বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তার। বাদ জুমা বয়ান করছেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম, বাদ আসর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের হাফেজ মনজুর। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা রুহুল আমিন।

বাদ মাগরিব বয়ান করবেন দিল্লির মাওলানা জমশেদ। তার বয়ানের বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।

সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, জুমার নামাজ শেষ হয়েছে। আখেরি মোনাজাতের আগপর্যন্ত ধারাবাহিকভাবে বয়ান চলবে। মুসল্লিতে ময়দান পরিপূর্ণ।

মো. সায়েম আরও বলেন, তৃতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিন শনিবার যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হবে। সেদিন বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চের পাশে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন হবে।

এদিকে বিশ্ব ইজতেমায় যোগ দিতে এ পর্যন্ত ৪৭টি দেশের দেড় হাজার বিদেশি মুসল্লি ময়দানে এসেছেন। তারা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের প্রাজ্ঞ আলেমদের বয়ান শুনছেন।

আগামী ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.