ইউটিউবের বিজ্ঞাপন থেকে আয় কতো?
ইউটিউব বিজ্ঞাপন থেকে গেলো বছর দেড় হাজার কোটি ডলারের বেশি আয় করেছে গুগল, যা গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মোট আয়ের প্রায় ১০ শতাংশ।
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানান, ইউটিউব ও ক্লাউড সেবার মাধ্যমে এবার যথাক্রমে প্রায় দেড় হাজার ও এক হাজার কোটি ডলারের বেশি আয় হয়েছে।
তিন বছর ধরে ইউটিউবের বিজ্ঞাপনী আয় বেড়েই চলেছে। ২০১৭ সালে ইউটিউবের বিজ্ঞাপনী আয় ছিল ৮১০ কোটি ডলার। ২০১৮ সালে তা বেড়ে প্রায় ১ হাজার ১০০ কোটি ডলারে উন্নীত হয়েছিল।
ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিকের গ্রাহকসংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। আর ইউটিউব টিভির রয়েছে অন্তত ২০ লাখ গ্রাহক। বিজ্ঞাপন ব্যতীত ইউটিউবের অন্যান্য সেবা ও ব্যবসা থেকে আয় প্রায় ৩০০ কোটি ডলার। সূত্র: ম্যাশেবল