ইউটিউবের নতুন যে ফিচারটি এড়াতে চাইবেন অনেকেই

‘ইউটিউব শর্টস’ স্বল্পদৈর্ঘের এই ভিডিও ফরম্যাটে শেয়ার করা ভিডিওগুলো সাধারণত ভার্টিক্যালি উপভোগ করা হয়। কিন্তু এবার ইউটিউব শর্টসে যুক্ত হয়েছে নতুন এক ফিচার, ফলে শর্টস ভিডিওগুলোকে চাইলে হরাইজন্ট্যালি উপভোগ করা যাবে। তবে ইউটিউবের নতুন এই ফিচারটি অনেকেই হয়তো এড়াতে চাইবেন। অ্যানড্রোয়েড অথরিটি এমনটাই উল্লেখ করেছে।

ইউটিউব শর্টস ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে ফোনে পোর্টেট মোডে উপস্থাপন করা হয়, যেখানে পুরো স্ক্রিনজুড়ে থাকে ভিডিও। এর ইউজার ইন্টারফেস (ইউআই) এমনভাবেই ডিজাইন করা, যাতে ব্যবহারকারীরা ‘সোয়াইপ আপ’ করে শর্টস ভিডিও উপভোগ করেন। কিন্তু ইউটিউবের নতুন ফিচারে দর্শকেরা শর্টস ভিডিও ল্যান্ডস্কেপ মোডেও দেখার সুযোগ পাবেন। নাম ‘রোটেট শর্টস’। তবে ফিচারটি নিয়ে সংশয় দেখা দিয়েছে। ল্যান্ডস্কেপ মোডে স্ক্রিনের দুই পাশে প্রায় ৭০ শতাংশ জায়গা খালি পড়ে থাকে, যা চোখের জন্য সুখদায়ক না-ও হতে পারে।

You might also like

Comments are closed.