ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

কমপক্ষে ২৭৩টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা।

আজ রোববার রাশিয়ার এই হামলায় কিয়েভে একজন নারী নিহত ও কমপক্ষে তিনজন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

রোববার ভোরে ইউক্রেনীয় কর্তৃপক্ষ অভিযোগ করে বলেছে, শুক্রবার শান্তি আলোচনার পর মস্কো হামলা জোরদার করেছে।

স্থানীয় সময় সকাল ৮ টার দিকে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া ২৭৩টি ড্রোন উৎক্ষেপণ করেছে, যা মধ্যে প্রধানত কেন্দ্রীয় কিয়েভ অঞ্চল এবং দেশটির পূর্বে দিনিপ্রোপেট্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চল লক্ষ্য করে।

বিমান বাহিনী বলছে, এটি তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের ওপর রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি, রাশিয়ার ‍পূর্ণমাত্রার হামলার তৃতীয় বছরের শুরুতে, মস্কো তৎকালীন রেকর্ড ২৬৭টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাতভর চলমান রাশিয়ান ড্রোন হামলায় রাজধানী কিয়েভ অঞ্চলে ২৮ বছর বয়সী এক নারী নিহত এবং ৪ বছর বয়সী একটি শিশুসহ কমপক্ষে তিনজন আহত হয়েছেন।

ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রাম পোস্টে বলেছে, কিয়েভ ও এর আশেপাশের অঞ্চল এবং ইউক্রেনের পূর্ব অংশে ৯ ঘণ্টা ধরে হামলার সতর্কতা জারি করা হয়েছিল। এরপর স্থানীয় সময় রোববার সকাল ৯ টার দিকে সতর্কতা তুলে নেওয়া হয়। বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে আক্রমণ প্রতিহত করার জন্য বেশ কয়েকবার সক্রিয় করা হয়েছিল।

ইউক্রেনের সেন্টার ফর কাউন্টারিং ডিসইনফরমেশনের প্রধান আন্দ্রি কোভালেনকো রোববারের হামলা সম্পর্কে টেলিগ্রামে বলেন, “এটি একটি কঠিন রাত ছিল। রাশিয়ানরা সবসময় আলোচনায় সবাইকে ভয় দেখানোর জন্য যুদ্ধ ও আক্রমণ ব্যবহার করেছে।”

টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, “রাতভর ৮৮টি ড্রোন ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ইউনিট। এই হামলায় ১২৮টি সিমুলেটর ড্রোনও ছিল, যেগুলো কোনো আঘাত না করেই হারিয়ে গেছে।”

কিয়েভের আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক জানিয়েছেন, কিয়েভ শহরের দক্ষিণে ওবুখিভ জেলায় আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, এলাকায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

You might also like

Comments are closed.