ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১২
ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্য শহরগুলোতে রাশিয়া এক রাতে ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটিই এখন পর্যন্ত চলমান যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা।
রোববার (২৫ মে) ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাতভর রাশিয়া ২৯৮টি ড্রোন এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এটিকে যুদ্ধ শুরুর পর অন্যতম বড় আকাশ হামলা বলে উল্লেখ করেছে তারা।
ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে জানায়, ইউক্রেনের অধিকাংশ অঞ্চল শত্রুপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২টি এলাকায় শত্রুপক্ষের বিমান হামলার ঘটনা রেকর্ড করা রয়েছে। ভূপাতিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অন্তত ১৫টি এলাকায় পড়েছে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানায়, রাজধানী কিয়েভে অন্তত চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
দেশটির জরুরি সেবা সংস্থা জানিয়েছে, ঝিটোমির অঞ্চলে ৮, ১২ ও ১৭ বছর বয়সী তিন শিশু নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে আরও একজন নিহত হয়েছেন।
খেমেলনিতস্কি অঞ্চলে হামলায় আরও চারজন নিহত হয়েছেন বলে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছেন ওই অঞ্চলের সামরিক প্রশাসনের উপ-প্রধান সের্হেই তিউরিন। তিনি আরও জানান, হামলায় বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা বলেন, গত কয়েক সপ্তাহের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় রুশ বিমান হামলা। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী রাতের আঁধারে ইউক্রেনের ছোড়া ১১০টি ড্রোন ভূপাতিত করেছে।
পৃথক এক পোস্টে রাশিয়ার এই ড্রোন হামলার কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারি করতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বানও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জেলেনস্কি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের নিশ্চুপ থাকা এই যুদ্ধ থামাতে কোনো সহযোগিতা করছে না, বরং পুতিনকে আরও উৎসাহিত করছে। শনিবার যে হামলা চালাল আগ্রাসনকারী রুশ বাহিনী- রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জারির জন্য এ ধরনের হামলা যথেষ্ট।’
জেলেনস্কির এই আহ্বানকে সমর্থন করে পৃথক এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের শীর্ষ কর্মকর্তা বা চিফ অব স্টাফ আন্দ্রিয়ে ইয়েরমাক বলেন, ‘মস্কো ততদিন লড়াই করবে, যতদিন তাদের অস্ত্র উৎপাদনের ক্ষমতা থাকবে। তাই রাশিয়াকে যদি চাপে রাখা না যায়, এই যুদ্ধ থামবে না।’
এদিকে এ ব্যাপরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে রয়টার্সকে তারা জানিয়েছেন, আগের দিন শুক্রবার রাশিয়াকে লক্ষ্য করে অন্তত ৯৫টি ড্রোন ছুড়েছিল ইউক্রেনীয় বাহিনী। এসব ড্রোনের মধ্যে ১২টি নিক্ষেপ করা হয়েছিল সরাসরি মস্কোকে লক্ষ্য করে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অবশ্য সবগুলো ড্রোন ধ্বংস করে ফেলতে পেরেছিল রাশিয়ার আকাশ সুরক্ষা ব্যবস্থা।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের শুক্রবারের হামলার জবাব দিতে শনিবার রাতের এ হামলা চালানো হয়েছে।
-রয়টার্স, আল জাজিরা।

Comments are closed.