‘ইউক্রেনে রাশিয়ার কৌশলগত পরাজয় স্পষ্ট’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে রাশিয়া কৌশলগত পরাজয়ের মুখে পড়েছে। যা ‘ইতোমধ্যে বিশ্বের সবার কাছে স্পষ্ট হয়ে গেছে’।

এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর বিবিসির।

জেলেনস্কির দাবি, রাশিয়া যে কৌশলগতভাবে পরাজয়ের মুখে পড়েছে তা স্বীকার করার মতো সাহসের অভাব রয়েছে তাদের।

ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সেনাদের ‘কাপুরুষ’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘কাপুরুষ’ রুশ সেনারা ক্ষেপণাস্ত্র, বিমান হামলা ও গোলাবর্ষণের মাধ্যমে সত্যকে আড়াল করতে চাইছে।

আন্তর্জাতিক নার্স দিবসে বক্তব্য রাখার সময় জেলেনস্কি নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান ইউক্রেনের সেনাদের জীবন রক্ষার জন্য।

তার অভিযোগ, আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার সেনারা ৫৭০টি স্বাস্থ্যসেবাকেন্দ্র ধ্বংস করে ফেলেছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। প্রথম দিকে রাজধানী কিয়েভের আশপাশের এলাকায় ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। কিছুদিন পর নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। এখন পূর্ব ও দক্ষিণ ইউক্রেন দখলের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া।

You might also like

Leave A Reply

Your email address will not be published.