ইউক্রেনের দুই শহরে রাশিয়ার আংশিক যুদ্ধবিরতি ঘোষণা
আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। শনিবার (৫ মার্চ) দেওয়া এক ঘোষণায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা শহর থেকে যেন মানবিক করিডোর বের হতে পারে, সে জন্য এ সিদ্ধান্ত। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মস্কোর সময় সকাল ১০টায় রাশিয়ান পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। যেন বেসামরিক নাগরিকরা মারিউপোল এবং ভলনোভাখা শহর নিরাপদে ছেড়ে যেতে পারে। এ নিয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষও একমত হয়েছে।
যদিও বিবিসি বলছে, তারা এ বিষয়ে এখন পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কোনো বিবৃতি পায়নি। এর আগে মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো চলমান অবরোধের মধ্যে একটি মানবিক করিডোরের আহ্বান জানিয়েছিলেন।