ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে যুক্তরাষ্ট্রের কাছে খনিজ বিক্রির প্রস্তাব পুতিনের

অধিকৃত ইউক্রেনসহ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রের কাছে বিরল খনিজ বিক্রির প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

রুশ সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে পুতিন বলেন, খনিজ সম্পদ মজুদে রাশিয়া বিশ্বের শীর্ষস্থানীয় একটি দেশ।

‘নতুন ভূখণ্ডসহ (ইউক্রেনের অধিকৃত অঞ্চল) দেশের খনিজ আহরণে যুক্তরাষ্ট্রসহ বিদেশি অংশীদারদের সঙ্গে’ মস্কো কাজ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে সাংবাদিকদের জানান, রাশিয়ার সঙ্গে ‘বড় পরিসরের অর্থনৈতিক উন্নয়ন চুক্তি’ করতে যাচ্ছেন তিনি।

তার ঘোষণার দুই ঘণ্টার মধ্যেই পুতিন এই মন্তব্য করেন।

পুতিন আরও বলেন, ‘এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ইউক্রেনের চেয়ে এ ধরণের সম্পদ আমাদের অনেক বেশি আছে।’

এ মাসের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার বিনিময়ে দেশটির কাছ থেকে টাইটেনিয়াম-লিথিয়ামের মতো ৫০০ বিলিয়ন ডলারের সমমূল্যের বিরল খনিজ দাবি করেন ট্রাম্প। এই সংক্রান্ত একটি চুক্তি করতে কিয়েভকে চাপ দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

এদিকে তিন বছরের যুদ্ধে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া, যা যুদ্ধ-পূর্ববর্তী ইউক্রেনের এক-পঞ্চমাংশ। এসব দখলকৃত অঞ্চলে লিথিয়ামসহ অন্যান্য মূল্যবান খনিজের বিশাল মজুদ রয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, চীন, ব্রাজিল, ভারত ও অস্ট্রেলিয়ার পর বিরল খনিজ মজুদে বিশ্বের শীর্ষ দেশ রাশিয়া।

You might also like

Leave A Reply

Your email address will not be published.