আ. লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত আবুল কাশেম মারা গেছেন। বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে কফিন মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এদিন রাত ৯টায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কফিন মিছিল বের করে শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা।

সংগঠনের মুখপাত্রদের ভাষ্য, যাদের রক্তের ওপর দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, আন্দোলনকারীদের কথা না শুনলে সরকারকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার কাশেম মারা গেছেন। গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহিদ বীর কাশেমের জানাজা এদিন রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পরে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহীদ মিনার থেকেই।

তিনি আরও লেখেন, একইসঙ্গে বৃহস্পতিবার সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়নে, গ্রামে শহিদ বীর কাশেমের গায়েবানা জানাজা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল। সবাই নিজেদের নির্ধারিত সময়ে পালন করবে।

গত শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় পলাতক আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও লুটপাটের খবর পেয়ে ছাত্ররা বন্ধ করতে যায়। পরে তাদের ওপর হামলা হয়। এতে অন্তত ১৮ জন আহত হন। এই ঘটনার প্রতিবাদে পরদিন দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

You might also like

Comments are closed.