আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়বে না
চলতি বছর আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। রবিবার সকালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, রিটার্ন জমা দেয়ার শেষ দিন ৩০শে নভেম্বরই থাকছে।
রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, নির্ধারিত সময়ে যারা আয়কর রিটার্ন দাখিল করতে পারবে না, তারা সংশ্লিষ্ট কর অফিসে আবেদন করতে পারবেন। ২ শতাংশ জরিমানার বিষয়টি বাধ্যতামূলক নয়। গ্রাহক সঠিক সময়ে কেন রিটার্ন জমা দিতে পারেনি, তার যৌক্তিক কারণ দেখাতে পারলে জরিমানা মওকুফ করা হবে। কমিশনারের কাছে যদি কারণ যৌক্তিক মনে না হয়, তবে জরিমানা গুনতে হবে।

Comments are closed.