আহত সানি লিওন

বলিউডের অভিনেত্রী সানি লিওন শুটিংয়ের সময় আহত হয়েছেন। আহত হওয়ার ভিডিও বানিয়ে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

মঙ্গলবার অভিনেত্রী আঘাত হওয়ার ব্যথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভিডিওতে দেখা যায়, সিনেমার কস্টিউমে সজ্জিত রয়েছেন সানি লিওন। পায়ের আঙুলে রক্তাক্ত অবস্থায় বসে আছেন। এ সময় সহকর্মীদের কেউ তার পায়ের ক্ষত সারানোর জন্য সাহায্য করছেন।

বর্তমানে এই অভিনেত্রী ‘কোটেশন গ্যাং’-এর শুটিং করছেন। এতে আরও অভিনয় করছেন জ্যাকি শ্রফ ও প্রিয়ামনি।

সানি লিওন দীর্ঘ দিন পর্দার বাইরে ছিলেন। এ কারণে তাকে পর্দায় এতদিন সেভাবে দেখা যায়নি। তবে মালবিকা মোহনানের ‘ক্রিস্টি’ সিনেমার মাধ্যমে ফেরা হবে তার।

এর আগে বিতর্কিত অভিনেত্রী উরফি জাভেদের পোশাকের প্রশংসা করেন সানি। যে কারণে সোশ্যালে আলোচনা-সমালোচনার মুখে পড়েছিলেন। তবে সেসব সমালোচনা নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি সানিকে।

You might also like

Comments are closed.