আসেন খেলা হবে: নিক্সন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধিতাকারী হেফাজতে ইসলাম নেতা মামুনুল হককে যুবলীগের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করার হুঙ্কার দিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এমপি মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
তিনি বলেছেন, মামুনুল হক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে চ্যালেঞ্জ করছেন। শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছেন। মাথায় কি বুদ্ধি কম? শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। সারাদেশে যুবলীগের সঙ্গে লড়ে দেখেন। আসেন, দেখেন, খেলা হবে।
সোমবার চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন চত্বরে যুবলীগের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আয়োজিত কেন্দ্রীয় যুবলীগের নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদিকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিক্সন এ কথা বলেন।
এমপি নিক্সন বলেন, মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে লাফালাফি করবেন না। কোন দেশের ইঙ্গিতে লাফালাফি করছেন, কোন দেশের টাকা-পয়সা খেয়ে করছেন? আপনাদের উদ্দেশ্য সফল হবে না। মামুনুল হকরা উন্মাদ হয়ে গেছেন। যুবলীগ তাদের দাঁতভাঙা জবাব দেবে। প্রধানমন্ত্রী তো উপরের বিষয়, মামুনুল হক আগে যুবলীগকে মোকাবিলা করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতীকী কিছু নয়। বঙ্গবন্ধুর সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের স্বাধীনতার বিষয় জড়িত। দেশের কোটি কোটি মানুষের আবেগ-ভালোবাসা জড়িত। যার বাবা রাজাকার ছিলেন, তিনি বঙ্গবন্ধুর বিরোধিতা করবেন, এটা অস্বাভাবিক কিছু নয়। ভাস্কর্য এবং মূর্তির প্রভেদ যারা বোঝে না, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আমরা জানি। তাদের মোকাবিলা করতে যুবলীগই যথেষ্ট।
মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. রাসেদুল আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, নগর আওয়ামী লীগ সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, যুবলীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, যুবলীগ নেতা বদিউল আলম বদি, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন প্রমুখ।