আসছে স্মার্টফোন ‘টেসলা ফোন পি’

প্রযুক্তির দুনিয়ায় নতুন চমক দিয়েছে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। নিজেদের প্রথম স্মার্টফোন ‘টেসলা ফোন পি’ বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে তারা।

মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্স ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক চলতি বছরের ডিসেম্বরে বাজারে আনতে যাচ্ছেন টেসলা পাই নামে নতুন ফোন।

 

প্রযুক্তিপ্রেমীদের ধারণা আইফোন ও অ্যানড্রয়েডকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে ইলন মাস্ক।

সম্প্রতি এক টুইটে বাজারে ফোন আনার খবর জানান ইলন। তিনি জানান, প্রয়োজন হলে আইফোন ও অ্যানড্রয়েডের বিকল্প ফোন তৈরি করবেন।

টেসলা পি ফোনের সম্ভাব্য ফিচার: 
সোলার চার্জিং (সূর্যের আলোয় চার্জ হবে);
নিউরাল-লিংক সাপোর্ট (মস্তিষ্কের ইঙ্গিতে অপারেশন!);
স্যাটেলাইট কানেক্টিভিটি (ইন্টারনেট থাকবে সিগন্যাল ছাড়াও);
মঙ্গলে ব্যবহারযোগ্য প্রযুক্তি (Elon Musk-এর Mars Vision অনুযায়ী);
ইন্টিগ্রেটেড টেসলা কার কন্ট্রোল সিস্টেম।

টেসলার ফোন নিয়ে কিছু তথ্য
কিছু প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে টেসলার স্মার্টফোন ‘পাই’ বা ‘পি’ নিয়ে আলোচনা করা হয়েছে।
এই ফোনটিতে স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট ব্যবহারের সুবিধা, নিউরোলিংক প্রযুক্তি, এবং সোলার প্যানেল দিয়ে চার্জ দেওয়ার সুবিধা।
কিছু ওয়েবসাইটে এই ফোনটিকে ‘মডেল পাই’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই ফোন বাজারে এলে আইফোনের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে।

You might also like

Comments are closed.