‘আল্লাহ আকবর ভাইকে মুক্তি দিয়েছেন’
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী আকবর। শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে ক্লান্ত ছিলেন তিনি। তার চিকিৎসার পেছনে অনেক সম্পদ ব্যয় করতে হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকেও পেয়েছিলেন সহায়তা। তবু শেষরক্ষা হলো না। রোববার দুপুর ৩টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
কণ্ঠশিল্পী আকবর যে গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সেই গানের মডেল ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন ‘ইত্যাদি’র একটি আসরে তিনি ‘হাতপাখার বাতাসে’ শিরোনামে মিউজিক ভিডিওতে কাজ করেন। সেটি সেই সময়ে দেশজুড়ে আলোড়ন তৈরি করেছিল। মিউজিক ভিডিওতে পূর্ণিমা আকবরের স্ত্রী হিসেবে অভিনয় করেছিলেন। আকবরের মৃত্যুর পর সে বিষয়ে সাংবাদিকদের কাছে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় এই নায়িকা।
পূর্ণিমা বলেন, ‘অনেকদিন থেকে অসুস্থ ছিলেন আকবর ভাই। আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। দোয়া করি, আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন।’
তিনি বলেন, ‘আমার আকবর ভাইয়ের সঙ্গে নিয়মিত কখনও কাজ হয়নি। ২০০৩ বা ২০০৪ সালে তার সঙ্গে একটি মাত্র কাজ করা হয়েছে। মাত্র একটি মিউজিক ভিডিও করেছি তার সঙ্গে। আকবর ভাই সেসময়ে ইত্যাদিতে গান করে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।’
পূর্ণিমা বলেন, ‘হানিফ সংকেত স্যার তাকে দিয়ে একটি মৌলিক গান করালেন। সে সময় হানিফ সংকেত স্যারের মাধ্যমেই আকবর ভাইয়ের মিউজিক ভিডিওতে আমার কাজ করা। সেটাও অনেক জনপ্রিয়তা পায়, অনেক সাড়া ফেলে। তারপর আর কখনও তার সঙ্গে আমার কাজ করা বা কথা বলাও হয়নি।’
আকবরের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জনপ্রিয় এই নায়িকা বলেন, ‘যেহেতু সেটা তার প্রথম কাজ ছিল, তিনি ক্যামেরার সামনে দাঁড়াতে ইতস্তত বোধ করতেন, লজ্জাও পেতেন। তবে কাজের সময় আমি তাকে সহযোগিতা করেছি এবং হানিফ সংকেত স্যারও সাপোর্ট দিয়েছেন কাজটি সম্পন্ন করতে। সবশেষে ভালো একটা কাজ হয়েছিল এবং কাজটি দেশব্যাপী দর্শক মহলে অনেক জনপ্রিয়তা পায়।’