আলভারেজের হ্যাটট্রিকে বড় জয় অ্যাতলেতিকোর

লা লিগায় দারুণ নাটকীয়তায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেল অ্যাতলেতিকো মাদ্রিদ। এই জয়ের নায়ক হুলিয়ান আলভারেজ। হ্যাটট্রিক করে দলকে হার থেকে রক্ষা করেন এই আর্জেন্টাইন। ম্যাচ শেষে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমেওনে আলভারেজকে প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘ও-ই আমাদের সেরা খেলোয়াড়।
মেট্রোপলিতানো স্টেডিয়ামে প্রথমার্ধে গোল করে দলকে এগিয়ে দেন আলভারেজ। তবে বিরতির আগে রায়োর পেপ চাভারিয়ার দুর্দান্ত শটে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে আলভারো গার্সিয়ার গোলে পিছিয়ে পড়ে অ্যাতলেতিকো।কিন্তু হাল ছাড়েননি আলভারেজ। আরো দুটি গোল করে অ্যাতলেতিকোকে উপহার দেন মৌসুমের দ্বিতীয় জয়।
 
ম্যাচ শেষে সিমেওনে বলেন, ‘আলভারেজ দারুণ খেলছে। আমাদের দায়িত্ব ওকে আরো ভালো করতে সাহায্য করা। দীর্ঘদিন তাকে অ্যাতলেতিকোতে রাখা দরকার, কারণ সে-ই আমাদের পার্থক্য গড়ে দিতে পারে। মৌসুমে এতদিন মাত্র একটি গোল করেছিলেন আলভারেজ। আগের ম্যাচে বদলি হওয়ার সময় তার অসন্তুষ্টির খবর ছড়ালেও তিনি তা অস্বীকার করে জানান, ‘আমি নিজের ওপরই রাগান্বিত ছিলাম, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বাড়িয়ে বলা হয়।’
এই জয়ের পর নতুন করে আত্মবিশ্বাস পেল অ্যাতলেতিকো শিবির। সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা-শনিবারের মাদ্রিদ ডার্বি। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত সব ম্যাচ জিতে লা লিগার শীর্ষে, অ্যাতলেতিকোর চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে। সিমেওনে সতর্ক করে বলেন, ‘ওরা দারুণ সময়ে আছে, দলগত খেলাতেও উন্নতি করেছে। আমাদের জন্য এটি হবে বড় চ্যালেঞ্জ।
You might also like

Comments are closed.