আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে উদ্ধারের সময় ২৫ সেনাসহ ৪২ জনের মৃত্যু

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে আফ্রিকার দেশ আলজেরিয়ায়। মানুষকে উদ্ধার করতে গিয়ে এখন পর্যন্ত ২৫ জন সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো সাত জন বেসামরিকের মৃত্যু হয়েছে।

ইউরোপ ছেড়ে আগুন ছড়িয়ে পড়েছে আফ্রিকাতেও। উত্তর আফ্রিকার আলজেরিয়ায় এখন ভয়াবহ দাবানল। তাপমাত্রা বাড়ছে ক্রমাগত। পাহাড়ি অঞ্চলে উপজাতিদের রক্ষা করতে গিয়ে আগুনে পুড়ে ২৫ জন মারা গেছেন। আহত হয়েছেন ১১ জন তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার রাতে আলজেরিয়ার প্রেসিডেন্ট জানান, সেনাবাহিনীর সদস্যরা অন্তত ১০০ জন সাধারণ মানুষকে রক্ষা করতে পেরেছে।কাবাইল অঞ্চল থেকে তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।  এখন পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪২ জনের। তবে মঙ্গলবারের ঘটনা এখনো পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক।

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে কাবাইলের দূরত্ব ১০০ কিলোমিটার। পর্বতে ঘেরা ওই এলাকায় পানি অনেক কম। আগুনের জন্য তাপমাত্রাও অনেক বেড়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী বলছে, যেভাবে আগুন ছড়াচ্ছে তাতে রাজধানী শহরও আক্রান্ত হতে পারে। এজন্য আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে, দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.