আলজাজিরা দেখলেই ব্যবস্থা : ইসরায়েলি মন্ত্রী

কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আলজাজিরাকে ইসরায়েলে কিছুদিন আগেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও সীমিত পরিসরে দেশটিতে কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে আলজাজিরা আরবি ও আলজাজিরা মুবারাশ। তবে এবার পুরো আলজাজিরা নেটওয়ার্কের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইসরায়েলের মন্ত্রী ইতামার বেন-গভির।

বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলের কট্টর ডানপন্থি এই জাতীয় নিরাপত্তামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইতামার জোর দিয়ে বলেন, আলজাজিরাকে ইসরায়েল থেকে সংবাদ সম্প্রচারের অনুমতি দেওয়া হলে তা জাতীয় নিরাপত্তার জন্য ‘গুরুতর হুমকি’ হয়ে দাঁড়াবে।

তিনি আরও দাবি করেন, ইসরায়েলে কেউ যদি আলজাজিরার সম্প্রচার দেখে, তাহলে তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।

এর আগে, ২০২৪ সালের মে মাসের শুরুতে ইসরায়েল আলজাজিরার রিপোর্টার, প্রযোজক, ক্যামেরাপারসনসহ সব কর্মীর ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে দেশটিতে চ্যানেলটির কার্যক্রম প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

 

You might also like

Comments are closed.