আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর চিঠি

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয় করায় আর্জেন্টিনার জনগণ ও প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দেশটির প্রেসিডেন্ট অ্যালাবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজকে পাঠানো এক চিঠিতে এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ফুটবলের সূত্রে দুই দেশের বন্ধুত্বকে আরও সুসংগঠিত করারও আহ্বান জানান তিনি।

চিঠির শুরুতে তিনি লিখেছেন, ‘মহামান্য, ফিফা বিশ্বকাপ ২০২২-এ আর্জেন্টিনা ফুটবল দলের দুর্দান্ত জয়ে বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আপনাকে এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন। এই অভিনন্দন জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

আর্জেন্টিনার ফুটবলের প্রতি এ দেশের মানুষের আবেগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে খেয়াল করেছি যে, ফুটবলের প্রতি অনুরাগ ও ভালোবাসা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল, আমাদের গভীরভাবে সংযুক্ত করে। আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ জয়ে বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত উদযাপন তাদের প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে।’

ফুটবলের সূত্রে দুই দেশের বন্ধুত্বকে সুসংহত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘দুই দেশের জনগণের মধ্যে এই অভূতপূর্ব প্রেম ও অনুরাগ আমাদের দ্বিপাক্ষিক পাকাপোক্ত সম্পর্কের পথকে প্রশস্ত করেছে। সবশেষে আশা করি, একে অপরের রাজধানীতে মিশন খোলার মধ্য দিয়ে এই সম্পর্ক আরও সুসংহত হবে।

‘আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.