আরও দুইদিন বন্ধ থাকবে সঞ্চয়পত্র বিক্রি
সফটওয়্যার হালনাগাদের কাজ চলায় গত বৃহস্পতিবার বন্ধ থাকা সঞ্চয়পত্রের সেবা কার্যক্রম আরও দুদিন বন্ধ থাকবে। সঞ্চয়পত্র অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছেম,সফটওয়্যার হালনাগাদ করার প্রয়োজনে গত বৃহস্পতিবার থেকে সঞ্চয়পত্রের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রাখা হয় । ফলে কোনো ধরনের সঞ্চয়পত্র বিক্রিসহ বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তোলা যাচ্ছে না। এতে করে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক।
এ বিষয়ে সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলছে। আরও এক দুইদিন সময় লাগবে। আগামী বৃহস্পতিবার থেকে বিক্রিসহ সব ধরনের কার্যক্রম পুনরায় শুরু হবে।