আরও এক গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান

ইসরায়েলের হয়ে ইরানে গুপ্তচরবৃত্তি ও পরমাণু বিজ্ঞানীদের হত্যায় সহায়তা করার অভিযোগে আরও এক গুপ্তচরের ফাঁসি কার্যকর করেছে দেশটি।

বুধবার (৬ আগস্ট) ইরানি বিচার বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

অভিযোগ, ভাদি নামের ওই ব্যক্তি জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে শত্রুদের কাছে তথ্য সরবরাহ করেছিল। এছাড়া তিনি ইসরায়েলের হয়ে বিভিন্নভাবে গুপ্তচরবৃত্তি করছিলেন। সব আইনি প্রক্রিয়া মেনেই ওই ব্যক্তির শাস্তি কার্যকর করা হয়েছে বলেই দাবি ইরানি কর্তৃপক্ষের।

ইরানের দাবি, ওই ব্যক্তিকে অনলাইনের মাধ্যমে মোসাদ নিযুক্ত করে। এরপর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সে মোসাদ সদস্যদের সঙ্গে দেখাও করে।

You might also like

Comments are closed.