আমেরিকার ৭০ সিনেমা হলে বাংলাদেশের ‘পরান’

দেশের দর্শকদের মুগ্ধ করে এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘পরান’ সিনেমা। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় দেশটির ২৫টি অঙ্গরাজ্যের ৭০টি সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি।

গত ঈদুল আজহায় লাইভ টেকনোলজিস প্রযোজিত রায়হান রাফি পরিচালিত ‘পরান’সিনেমাটি মুক্তি পায়। ছবিটি দেখতে এখনো প্রেক্ষাগৃহে ছুটছেন দর্শকরা।

এ বছরের ব্যবসাসফল ছবির তালিকায় উঠে এসেছে সিনেমাটি। শুধু তাই নয়, এই সিনেমার ‘চলো নিরালায়’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে। সিনেমার এমন সফলতায় দারুণ খুশি ‘পরান’ ছবির কলাকুশলীরা।

‘পরান’ দেখা যাবে যুক্তরাস্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেন্সিলভেনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া,ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, লুসিয়ানা, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো, মিসোরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়ার প্রেক্ষাগৃহে ।

যুক্তরাষ্ট্রে ‘পরান’ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, পরান ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ছবিটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।

বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন, পরান সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দেখে আমরা মুগ্ধ। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ করছি।

‘পরাণ’ ছবিতে শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.