আমি মোদির ভক্ত: ইলন মাস্ক

টেসলা ও টুইটারের মালিক, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন, ‘আমি নরেন্দ্র মোদির ভক্ত।’ রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিউইয়র্কে মোদির সঙ্গে সাক্ষাত শেষে মাস্ক এ কথা জানান।

আগামী বছর আবারও ভারত সফরের পরিকল্পনা রয়েছে জানিয়ে ইলন মাস্ক বলেন, ‘নরেন্দ্র মোদির সঙ্গে মিটিংটি ছিল চমৎকার। আমি তাকে অনেক পছন্দ করি। আমি মোদির ভক্ত।’ খবর- টাইমস অব ইন্ডিয়া

ইলন মাস্ক বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী মোদি) সত্যিই দেশ নিয়ে চিন্তা করেন। এ কারণে তিনি ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে বলছেন আমাদেরকে।’

বিশ্বের যেকোনো দেশের চেয়ে ভারতের সম্ভাবনা ও প্রতিশ্রুতি বেশি উল্লেখ করে বিশ্বের শীর্ষ ধনী বলেন, ‘আমি ভারতের ভবিষ্যৎ নিয়ে দারুণ আনন্দিত। নরেন্দ্র মোদি ভারতের জন্য সঠিক কাজটি করতে চান। তিনি নতুন কোম্পানিগুলোকে সাপোর্ট করতে চান, যাতে তা ভারতের জন্য ভালো ফল বয়ে আনে।’

আমি অস্থায়ীভাবে আবার ভারত সফর করার পরিকল্পনা করছি। পরের বছর। আমি অপেক্ষায় রয়েছি।

মাস্ক বলেন, ‘আগামী বছর আমি ভারত সফরের অপেক্ষায় রয়েছি। আশা করি ভারতে আমরা স্টারলিংক নিয়ে আসব। স্টারলিংক ইন্টারনেট ভারতের প্রত্যন্ত গ্রামের জন্য অবিশ্বাস্য সুফল আনতে পারে।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.