“…কান্না আছে ময়লার স্তুপে পড়ে থাকা ইনহেলার, বই, ঘড়ি, চাবির রিঙে”
জিন্নাত ইসলাম, সাবেক কর্মকর্তা, রেডিও টুডে
আমার শহরে কান্না আছে ময়লার স্তুপে পড়ে থাকা ইনহেলার, বই, ঘড়ি, চাবির রিঙে।
আমার শহরে কান্না আছে গলিতে গলিতে, সড়কের মোড়ে, বাসে, ভীড়ে,
রিক্সাওয়ালা কিংবা ভ্যানচালকের নোংরা কথায়,
বুড়ো হাবড়ার লোভাতুর চোখ, কনুইয়ের ধাক্কায়,
অসংখ্য ভুখা চরিত্রহীনের লালসায়।
এদের মধ্য থেকেই হঠাৎ হঠাৎ বিভৎস্য একজন, দুজন, বহুজন বেরিয়ে আসে..
সংগঠিত হয় যুগের সবচেয়ে হীন,জঘন্য ঘটনাগুলো।
আমার শহরের কান্না প্রতিধ্বনিত হয়-
শুধুমাত্র তাদের মধ্যেই যারা সেসমস্ত কান্নার
মুখোমুখি হয়…
এই শহর আজ কেবলই অনাস্থার,
এখানকার পথ, যাপিত জীবন অনাস্থার।
তবে কী গোটা মাতৃভূমিই আজ অনাস্থার!
ফোঁড়ন কেটোনা! ভুলে যেওনা -আমাদের একটি বহুল আলোচিত তনু হত্যার ঘটনা আছে।
সেটি ধর্ষণ হলেও আজও অমীমাংসিত –
লজ্জা পাও কী, ওহে গা সওয়া ‘আমুদে রাজতন্ত্র?’