আমার বিড়ালের গার্লফ্রেন্ড দুইটা, তারা সারাক্ষণই ঝগড়া করে: আফরান নিশো

সদ্যই উন্মুক্ত হয়েছে ওয়েব সিরিজ ‘আকা’র ট্রেলার। সোমবার বিকেলে সিরিজটির ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে হাজির হয়ে বিড়ালের গল্প শোনালেন আফরান নিশো, যা শুনে উপস্থিত সবাই অট্টহাসিতে মেতে ওঠেন।
‘আপনারা সবাই জানেন, আমার একটা বউ, যার নাম তৃষা এবং একটাই ছেলে সন্তান আমার। ওর নাম নির্ভান।
’-‘আকা’র মুক্তি উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন অভিনেতা আফরান নিশো।
এরপরই তিনি এক বিড়ালের গল্প শোনান। তিনি বলতে থাকেন, ‘আমার বাসায় তিনটি বিড়াল রয়েছে, যার একটির নাম স্লেসি (ছেলে), আর বাকি দুইটা হচ্ছে তার গার্লফ্রেন্ড। ওই দুইটা বিড়ালের নাম হচ্ছে টুইংকি আর বাউন্টি (মেয়ে)।
স্লেসি দুজনকেই সময় দেয় কিন্তু টুইংকি আর বাউন্টি সারাক্ষণ স্লেসিকে নিয়ে ঝগড়া করে। ওদের জন্য মাঝেমাঝে আমি বিপদে পড়ি।’
সিরিজের ট্রেলার লঞ্চের গাম্ভীর্যের ভেতর এই বিড়াল কাহিনি যেন অনুষ্ঠানে এনে দেয় অন্যরকম মুহূর্ত। এমন গল্প শুনে সবাই হাসাহাসি শুরু করেন।
ইতিমধ্যে সেই ভিডিও অন্তর্জালে এলে তা নিয়ে শুরু হয় চর্চা।
কেউ কেউ আবার নিশোর বিড়ালের গল্পকে শাকিব খানের সঙ্গে মেলানোর চেষ্টা করছেন। কেউ সোশ্যালে আবার এমনটাও লিখেছেন, বিড়ালের গল্পটা পরিচিত মনে হচ্ছে না?
আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি। ভিকি জাহেদ পরিচালিত এ সিরিজে আফরান নিশোর বিপরীতে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে। এতে আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, তাজজি হাসান প্রমুখ।
You might also like

Comments are closed.