‘আমার ও আমেরিকানদের খুবই ভালো বন্ধু বরিসের সুস্থতা কামনা করছি’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনে সুস্থতা কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার তিনি বলেন, আমেরিকান নাগরিকরা তার জন্য প্রার্থনা করছেন। খবর এএফপির

এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, আমার ও আমেরিকানদের খুবই ভালো বন্ধু বরিস জনসনের সুস্থতা কামনা করছি। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়ার খবরে আমরা মারাত্মক ব্যথিত। আমেরিকানরা দোয়া করছেন, যাতে তিনি সেরে ওঠেন।

প্রয়োজনে চিকিৎসা সহায়তারও প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আমরা কোনো সাহায্য করতে পারি কিনা, ভেবে দেখছি। বরিস জনসনের সব চিকিৎসকের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কী ঘটতে যাচ্ছে, তা নজরে রাখছি।

ট্রাম্প ও বরিস জনসনের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। নির্বাচনেও তারা একই ধরনের জাতীয়তাবাদী বার্তা দিয়েছেন। দুজনেই অভিবাসীদের প্রতি খড়গহস্ত। আঞ্চলিকতার বদলে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতেই দুজনের নজর।

You might also like

Leave A Reply

Your email address will not be published.