আবারো শিল্পকলা একাডেমির ডিজি লিয়াকত আলী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফের মহাপরিচালক (ডিজি) হ‌য়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ লিয়াকত আলী লাকী।

সোমবার (১৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে মোহাম্মদ লিয়াকত আলী লাকীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিতে দ্বিতীয় মেয়া‌দে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।

শিল্পকলা একাডেমির ডিজি হিসেবে লিয়াকত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয় গত ১০ এপ্রিল। নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াসকে অতিরিক্ত হিসেবে ডিজি দায়িত্ব দেওয়া হয়।

You might also like

Comments are closed.