আবারও বলিউডে অভিষেক পিছিয়ে গেল কৃতি শেট্টির

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শেট্টি, যিনি ‘উপ্পেনা’ সিনেমার মাধ্যমে দুর্দান্ত অভিষেক করেছিলেন, আবারও থামিয়ে দিলেন তার বহু প্রতীক্ষিত বলিউড যাত্রা। নতুন যে হিন্দি চলচ্চিত্রটি দিয়ে তার মুম্বাইয়ের রূপালি পর্দায় পা রাখার কথা ছিল, সেটি থেকে একেবারে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
ছবিটির নাম এখনও চূড়ান্ত না হলেও, এটি প্রযোজনা করছিল জি স্টুডিওস এবং পরিচালনায় ছিলেন সাজিদ খান। চলচ্চিত্রটিতে কৃতির বিপরীতে অভিনয় করার কথা ছিল যশবর্ধন আহুজার, যিনি বর্ষীয়ান অভিনেতা গোবিন্দর পুত্র। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ছিলেন ‘লাপাতা লেডিজ’ খ্যাত অভিনেত্রী নিতাংশি গোয়েল।
চিত্রগ্রহণ শুরু হওয়ার একেবারে মুখেই হঠাৎ কৃতির এমন সিদ্ধান্তে ছবির নির্মাতারা পড়েছেন চরম বিপাকে। এখন নতুন নায়িকা খুঁজে বের করার তৎপরতা চালাচ্ছেন তারা। তবে কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে কোনো পক্ষই প্রকাশ্যে কিছু বলেনি।
এই ঘটনা কৃতির বলিউড অভিষেকের দ্বিতীয়বারের মতো স্থগিত হওয়া। এর আগে জনপ্রিয় তেলেগু ছবি ‘বেবি’-র হিন্দি রিমেকে কাজ করার কথা ছিল তার, কিন্তু সেটিও শেষপর্যন্ত বন্ধ হয়ে যায়।
বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ চালিয়ে গেলেও, ভক্ত এবং চলচ্চিত্র বিশ্লেষকদের মতে কৃতির এখন প্রয়োজন একটি শক্তিশালী কামব্যাক।
কারণ তার অভিনয় দক্ষতা এবং স্ক্রিন প্রেজেন্স নিয়ে কোনো সন্দেহ নেই, তবে বলিউডে জায়গা করে নেওয়ার জন্য সামনে তার পরবর্তী পদক্ষেপটাই হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
You might also like

Comments are closed.