আবারও ফিফার নিষেধাজ্ঞার হুমকিতে ভারত

তিন বছরে দ্বিতীয়বার ফিফার নিষেধাজ্ঞা পেতে পারে ভারতীয় ফুটবল। এরই মধ্যে ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসির) পক্ষ থেকে যৌথভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) কড়া সতর্কবার্তা দেয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই সংবিধান সংশোধনের জন্য বার্তা দেয়া হলেও সেই নির্দেশ মানেনি ভারত। এ বার ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এই সময়সীমা পেরিয়ে গেলেই ফিফার পক্ষ থেকে নিষিদ্ধ করা হতে পারে ভারতকে। সংবিধান সংশোধন করে ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের থেকে অনুমতি নিতে নির্দেশ দিয়েছে ফিফা।

এর আগে, ২০২২ সালের ১৬ আগস্ট ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল ভারতীয় ফুটবল। কারণ, সেই সময় সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসকদের কমিটি ফেডারেশনের কাজকর্ম দেখছিল, যা ফিফার কাছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের শামিল। যদিও ১৫ দিন পর সেই নিষেধাজ্ঞা ওঠে যায়।

You might also like

Comments are closed.