আবারও প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা যুক্তরাষ্ট্রের, নিহত ৪

মাদকবাহী নৌযান সন্দেহে আবারও প্রশান্ত মহাসাগরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক জলসীমায় হামলার ঘটনাটি ঘটে বলে জানানো হয় এতে।

মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ হামলার ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আজ ভোরে রাষ্ট্রপতি ট্রাম্পের নির্দেশে, যুদ্ধ বিভাগ আরেকটি মাদক পাচারকারী জাহাজের ওপর হামলা চালিয়েছে।

এর একদিন আগেই, দেশটির সামরিক বাহিনীর হামলায় একই অঞ্চলে আরও ১৪ জনের প্রাণ যায়।

উল্লেখ্য, মাদক বিস্তার ঠেকাতে সম্প্রতি ভেনেজুয়েলা উপকূলের কাছে প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় জলসীমায় যুদ্ধজাহাজ, অ্যাটাক সাবমেরিন ও নৌসেনা মোতায়েন করেছে ওয়াশিংটন। মাদক পাচারের অভিযোগে গত দুই মাসে যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে অঞ্চলটিতে।

You might also like

Comments are closed.