আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় ৩৭৫ জন তালেবান নিহত

তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩৭৫ জন তালেবান নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। গতকাল মঙ্গরবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে এই অভিযান পরিচালিত হয়েছে।

প্রদেশগুলো হলো- নুরিস্তান, লগার, কান্দাহার, ওরুজগান, হেরাত, জাউজান, বালখ, সামঙ্গান, হেলমান্দ, কাপিসা এবং বাঘলান। এসব প্রদেশে তালেবানদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সর্বশেষ বিমান হামলায় হেলমান্দ প্রদেশের প্রাদেশিক রাজধানী-লস্করগাহ-এ ২০ তালেবান নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে তালেবান আফগানিস্তানের বেশ কয়েকটি জেলা দখল করেছে। এর মধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারও রয়েছে। আফগানিস্তানে এখন ২২৩টি জেলা নিয়ন্ত্রণ করছে তালেবান। ৩৪টি প্রদেশের মধ্যে ১৭টি প্রদেশ তালেবানের হুমকির মুখে রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

You might also like

Leave A Reply

Your email address will not be published.