আন্তর্জাতিক শীতের আগে গাজায় ধ্বংসস্তূপের মাঝে নতুন আশ্রয় বানাতে ব্যস্ত ফিলিস্তিনিরা
শীত দ্রুত ঘনিয়ে আসছে। এরইমধ্যে ইসরায়েলের হামলায় ঘরবাড়ি ধ্বংস হওয়ায় পরিবারগুলোর জন্য আশ্রয় নিশ্চিত করতে তড়িঘড়ি করে নতুন করে শেল্টার তৈরি করছেন গাজার ফিলিস্তিনিরা।
অনেকে আশপাশে পাওয়া যেকোনো ব্যবহারের উপযোগী সামগ্রী সংগ্রহ করছেন। পাশাপাশি, তারা ঐতিহ্যবাহী নির্মাণকৌশল ব্যবহার করে অস্থায়ী আশ্রয় বানাচ্ছেন—যা আসন্ন শীতের কঠিন পরিবেশে তাদের বাঁচিয়ে রাখবে বলে আশা।
শীতপ্রবণ গাজায় আশ্রয় ও উষ্ণতার প্রয়োজন দিন দিন বাড়ছে। কিন্তু বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নির্ধারিত তাঁবু, কম্বল ও অন্যান্য শীতকালীন সামগ্রী এখনো জর্ডান ও মিসরে ইউএনআরডব্লিউএ গুদামেই আটকে আছে।
ইউএনআরডব্লিউএ ইসরায়েলকে আহ্বান জানিয়েছে, যেন মানবিক সহায়তা অবাধে গাজায় প্রবেশ করতে দেয়া হয়।
সূত্র: আল জাজিরা।

Comments are closed.