আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে

আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম। গতকাল সোমবার বৈশ্বিক স্পট মার্কেটে সোনার দাম ০.১০ শতাংশ কমে প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩২২ ডলার। যুক্তরাষ্ট্রের অগ্রিম বাজারে সোনার দাম ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ২ হাজার ৩৩২.২৫ ডলার।

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে ২৪ ক্যারেট সোনার দাম ০.৫ দিরহাম কমেছে।

প্রতি গ্রাম সোনার দাম এখন ২৮১.২৫ দিরহাম। ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ২৬০ দিরহাম। ২১ ক্যারেট সোনার দাম ২৫২ দিরহাম। ১৮ ক্যারেটের সোনার দাম ২১৬ দিরহাম।

যুক্তরাষ্ট্রের পারসোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচারস (পিসিই) ইনডেস্ক ডাটা গত শুক্রবার প্রকাশ করা হয়। সেখান থেকে জানা যায়, মে মাসে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের পণ্য ও সেবার পেছনে খরচ করার হার ছিল ২.৬ শতাংশ। অর্থনীতিবিদদের দেওয়া পূর্বাভাসের সঙ্গে এই হার মিলে গেছে।

মুদ্রাস্ফীতির কিছুটা কমায় ব্যবসায়ীরা আশা করছেন, সেপ্টেম্বরে সুদের হার কমাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক।

সুদের হার কমতে পারে এ ধারণা থেকেই সোনা মজুদ করে রাখার প্রবণতা কমছে। এতে বিক্রি বেড়ে সোনার দামও কিছুটা নেমে এসেছে।

সূত্র : মিডল ইস্ট ইকোনমি

You might also like

Leave A Reply

Your email address will not be published.