আনিসুল-মামুনরা ফের রিমান্ডে, এ পর্যন্ত কতদিন?

পৃথক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার (১৯মার্চ) এসব আদেশ দেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানীর মোহাম্মদপুর থানায় করা সুজন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আজ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। বিভিন্ন থানায় এখন পর্যন্ত তাঁর মোট ৫২ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

যাত্রাবাড়ী থানায় করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আজ চার দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

গত ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন মামলায় এখন পর্যন্ত তাঁর মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বছরের ২২ আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনন। এখন পর্যন্ত তাঁর মোট ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ২৬ আগস্ট গ্রেপ্তার হন ইনু। তাঁর এখন পর্যন্ত মোট ৪০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

যাত্রাবাড়ী থানায় করা সায়েম হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের আজ চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তার হয়েছিলেন গত ৩ সেপ্টেম্বর। এখন পর্যন্ত তাঁর মোট ৯২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মোহাম্মদপুর থানায় করা অর্ণব হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খানের আজ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাদেক খানকে গত ২৪ আগস্ট গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। বিভিন্ন মামলায় তার এখন পর্যন্ত মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় এ থানার সাবেক ওসি আবুল হাসানকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

আজ বুধবার সকাল সাড়ে আটটার পর এই আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে পৃথক মামলায় তাদের রিমান্ড আবেদনের শুনানি হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.