আদালতে মির্জা ফখরুল

বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলা

বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৮ সালে রাজধানীর পল্টন থানায় হওয়া মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে এসেছেন বিএনপি  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আসামিরা।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌসের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ এফ এম রিয়াজির রহমান রুমেল বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষে হাজিরা গ্রহণ করেছেন আইনজীবী মো. জিয়া উদ্দিন জিয়া। তাঁর সঙ্গে আদালতে উপস্থিত রয়েছেন প্রায় অর্ধ শতাধিক আইনজীবী। জিয়া উদ্দিন জিয়া জানান, আজ আদালতে ৫১ আসামির মধ্যে ৩৫ জন তাদের হাজিরা দিয়েছেন। তবে আরও কয়েকজন হাজিরা দিতে আসতে পারেন, এ ছাড়া কয়েকজন আসামি এখনও পলাতক।

You might also like

Comments are closed.