‘আতঙ্ক’ রাশিয়ার প্রধান অস্ত্র: জেলেনস্কি

যুদ্ধের এ মুহূর্তে ‘আতঙ্ক’ হলো রাশিয়ার প্রধান অস্ত্র বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

শনিবার দোনেৎস্কেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সবচেয়ে তীব্রতা দেখা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দোনেৎস্কের বাসিন্দাদের দ্রুত অঞ্চলটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার দোনেৎস্কের গভর্নর জানান, রুশ হামলায় ছয় বেসামরিক লোক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

দোনেৎস্ক থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে দোনেৎস্ক অঞ্চল থেকে বাধ্যতামূলকভাবে সবাইকে সরে যেতে হবে। দয়া করে সরে যান।

তিনি আরও বলেন, সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। এখন দোনেৎস্ক থেকে যত মানুষ সরে যাবে রাশিয়ার সেনারা তত কম মানুষকে হত্যা করতে পারবে।

তিনি আরও বলেন, আমরা আপনাদের সহায়তা করব। আমরা রাশিয়া না। আমরা সর্বোচ্চ সাধারণ মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করব এবং রাশিয়ার আতঙ্ক কমিয়ে দেব।

সূত্র: দ্য গার্ডিয়ান

You might also like

Leave A Reply

Your email address will not be published.