আতঙ্কিত হবেন না: ইমরান খান
রবিবারের নাটকীয়তার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং বিরোধীদের কটাক্ষ করেছেন। প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, “বিরোধীরা এখনও বুঝতে পারছে না যে আজ কী হয়েছে। গত রাতে, আপনারা সবাই আতঙ্কিত না হওয়ার জন্য চেষ্টা করেছেন। বিরোধীরা এই মুহূর্তে পরিস্থিতি সম্পর্কে অজ্ঞ। আমি যা করতে যাচ্ছি তা যদি গতকালই প্রকাশ করে দিতাম তবে তারা হতবাক হত না।”
জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়ঃ ইমরান জানিয়েছেন যে, জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের সময় পাকিস্তানের রাষ্ট্রদূত যে “হুমকিমূলক চিঠি” পেয়েছিলেন তা দেখানো হয়েছিল। ওই বৈঠকে সেনাপ্রধানের পাশাপাশি অন্যান্য সমস্ত বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। ইমরান বলেন, “বৈঠকে চিঠিটি পর্যালোচনা করা হয়। সেটা নিয়ে বিতর্ক করার পর এই সিদ্ধান্তে আসা হয় যে চিঠিটি প্রকৃতপক্ষে হুমকিস্বরূপ। আমি আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, ঘাবরানা নেহি হ্যায় (আতঙ্কিত হবেন না)।”