আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি, নিখোঁজ ৫২ জনের মৃত্যু

স্পেনের ক্যানারি দ্বীপের কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার একটি নৌকা ডু্বে গেছে। এ ঘটনায় অভিবাসন প্রত্যাশী ৫২ জন নিখোঁজ রয়েছেন। তাদের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে জানানো হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে আফ্রিকা থেকে ছেড়ে আসে নৌকাটি। বৃহস্পতিবার তা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে ২২০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়।

একটি বাণিজ্যিক জাহাজ ওই নৌকাটিকে ডুবতে দেখে। তারাই খবর দেয় স্পেনের জরুরি বিভাগকে। এরপর ঘটনাস্থলে আসে উদ্ধারকারীরা।

স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানায়, ওই নৌকায় ছিল ৫৩ জন। তার মধ্যে কেবল একজনকে জীবিত উদ্ধার করা গেছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছে তা এখনো জানা যায়নি।
সূত্র: আল-জাজিরা।

You might also like

Comments are closed.