আজ স্বল্প সময়ের জন্য সংসদ অধিবেশন

স্বল্পতম সময়ের জন্য আজ শনিবার জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ডাকা এ অধিবেশন বিকেল ৫টায় শুরু হয়ে এক থেকে দেড় ঘণ্টা চলতে পারে। এতে সাংবাদিক ও দর্শনার্থীদের উপস্থিতির সুযোগ থাকছে না।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অধিবেশনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও সীমিত করা হবে। উপস্থিত সংসদ সদস্যরাও করোনাভাইরাসের সতর্কতার নির্দেশনা মেনেই সংসদ অধিবেশনে অংশ নেবেন। জাতীয় সংসদের পক্ষ থেকে এরই মধ্যে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আহ্বান করা এ অধিবেশন খুবই স্বল্প সময়ের জন্য বসবে। অধিবেশনে অংশগ্রহণের ক্ষেত্রে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নির্দেশনা মেনে চলা হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.