আজ রাতে তাপমাত্রা কমতে পারে, ফেব্রুয়ারিতে শীত বাড়ার সম্ভাবনা নেই
আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে নৌ, বিমান ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আগামী তিন দিন আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এক মাসের পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনে সামান্য কমতে পারে এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয় আগামীকাল মঙ্গল ও পরদিন বুধবার শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ দিন সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের সামান্য কমতে পারে। তবে বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতে সামান্য বাড়তে পারে।
ফেব্রুয়ারি মাসের পূর্বাভাস : ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিববার আবহাওয়া অধিদপ্তরের ফেব্রুয়ারি মাসের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
চলতি মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসঙ্গে নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।
বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত কয়েকটি সংস্থা থেকে পাওয়া মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এল-নিনো বা লা-নিনা পরিস্থিতি ইত্যাদি বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন বজ্র বৃষ্টি বা শিলাসহ বজ্র বৃষ্টি হতে পারে।
এছাড়া ফেব্রুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। অধিদপ্তর বলছে, জানুয়ারি মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে।