আজ ঢাকায় আসছেন শোয়েব আখতার

এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, আজ তিনি বাংলাদেশে আসছেন।

ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বলেন, ‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। তবে বিপিএলের সময় তিনি ঢাকায় থাকবেন কিনা, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।’

ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স।

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পুরো মৌসুমে খেলার জন্য নয়জন পাকিস্তানি ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। এর ফলে তারা ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন।

বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি এবার দলে নিয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। কিন্তু শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য তাদের সবার খেলার বিষয়টি নিশ্চিত নয়।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.