আজ কোথায় কী?

ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তরর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা: দুপুর আড়াইটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা হবে। সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরিবেশ উপদেষ্টা: Bangladesh-Australia: Navigating the renewable Energy Transition in the Indo- Pacific এ যোগ দিবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় দ্য ওয়েস্টিন ঢাকা, গুলশান-২ এ এটি হবে।

বিএনপি: ১. ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ শ্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলন বেলা ১১টা থেকে লালমনিরহাট সদর তিস্তা রেলসেতু সংলগ্ন লালমনিরহাট-রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি স্থান একসঙ্গে শুরু হয়ে রাতে শেষ হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং প্রত্যেক জায়গায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এছাড়া জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি থাকবেন।

২. দুপুর ২টায় শুরু যশোর জেলা বিএনপি টাউন হল ময়দান সমাবেশে ৩১ দফা আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩. সকাল ১০টা জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন হলে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

জামায়াতে ইসলামী: বিকাল সাড়ে ৪টায় পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল কারাবন্দি এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের প্রতীক ফিরিয়ে দেয়ার দাবিতে সমাবেশ ও মিছিল হবে। প্রধান অতিথি থাকবেন দলের আমির ডা. শফিকুর রহমান।

জাতীয় নাগরিক কমিটি: ‘গণ-অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি : নতুন দিগন্তের সন্ধানে’ শিরোনামে জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী জাতীয় সংলাপ হবে। স্বাগত বক্তব্য দেবেন জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সম্পাদক আলাউদ্দীন মোহাম্মদ। প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. জসীম উদ্দীন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.