আজ কোথায় কী

ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা: সকাল ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রাণিসম্পদ উপদেষ্টা: আসন্ন রমজান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি উপলক্ষে সংবাদ সম্মেলন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার বেলা ১২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এটি হবে।

ক্রীড়া উপদেষ্টা: সকাল সাড়ে ৯টায় রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিএনপি: রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানায় কর্মশালা হবে। সোমবার দুপুর ২টায় বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে এটি হবে। ৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমীন ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ডিএমপি: বিকাল ৩টা ৪০ মিনিটে উপ-পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগ ডিএমপির সংস্কার কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি কমিশনার, ডিএমপি।

ঢাকা উত্তর সিটি: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ১২টায় ডিএনসিসি নগর ভবন হলরুমের ৬ষ্ঠ তলায় এ মতবিনিময় হবে।

যাত্রী কল্যাণ সমিতি: বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.