ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
প্রধান উপদেষ্টার কর্মসূচি: বিকাল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি: সকাল ১০টায় পুরানা পল্টনে ডি আর টাওয়ার রুফটপে নিজের লেখা ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি: বিকাল সাড়ে ৩টায় বারিধারায় এস.এস.এম.টি হাউসে ‘আনন্দ অ্যাকাডেমি ফর পারফর্মিং আর্টস’-এর উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রিজভীর কর্মসূচি: সকাল ৯টায় আগারগাঁওয়ে ইনস্টিটিটিউট অব আর্কিটেক্টসে রোড টু ইলেকশন শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।