আজ কোথায় কী?

ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

প্রধান উপদেষ্টার কর্মসূচি: বিকাল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ধর্ম উপদেষ্টার কর্মসূচি: সকাল ১০টায় পুরানা পল্টনে ডি আর টাওয়ার রুফটপে নিজের লেখা ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি: বিকাল সাড়ে ৩টায় বারিধারায় এস.এস.এম.টি হাউসে ‘আনন্দ অ্যাকাডেমি ফর পারফর্মিং আর্টস’-এর উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রিজভীর কর্মসূচি: সকাল ৯টায় আগারগাঁওয়ে ইনস্টিটিটিউট অব আর্কিটেক্টসে রোড টু ইলেকশন শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

You might also like

Leave A Reply

Your email address will not be published.