আজ কোথায় কী?

ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা এবং অনেক সংগঠন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
আজ কোথায় কী?

পররাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি: সোমবার সকাল ১১টায় বিআইএসএসে ‘Book Launching Seminar on Look Africa: Exploring New Horizons for Bangladesh প্রোগ্রামে অংশ নেবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

বিএনপির কর্মসূচি: সোমবার দুপুর ২টায় গুলশান ২ নং ডিসিসি মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর গুলশান থানা বিএনপির কর্মীসভা ও ৩১ দফা কর্মশালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক।

জামায়াতে ইসলামীর কর্মসূচি: সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে- ভাষা আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান: অপ্রতিরোধ্য বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

গণঅধিকার পরিষদের কর্মসূচি: আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ডিএমপি কমিশনার কর্তৃক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে সোমবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপিতে ডিএমপি কমিশনারের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠকে। বৈঠকে দলের পক্ষ থেকে উপস্থিত থাকবেন থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

সেমিনার: সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে (জহুর হোসেন চৌধুরী হল) ‘বিডিআর ট্র্যাজেডি এবং এর পরিণতি: বাংলাদেশের নিরাপত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম।

ফ্যাসিবাদবিরোধী ছাত্র ও জনতার কর্মসূচি:
আলটিমেটাম শেষে ফ্যাসিস্ট আমলাদের অপসারণের দাবিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ও জনতা সোমবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল নিয়ে শাহবাগে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে।

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.