আজ কোথায় কী?

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

অর্থ উপদেষ্টার কর্মসূচি: সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় যোগ দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দীন আহমেদ। পরে বেলা পৌনে ১১টার দিকে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় যোগ দেবেন অর্থ উপদেষ্টা।

সৈয়দা রিজওয়ানার কর্মসূচি: আগারগাঁওয়ে বন ভবনে সকাল ১০টার দিকে মধুপুর গড়ের শালবন পুনরুদ্ধার বিষয়ক কর্মশালায় যোগ দেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সরয়ার ফারুকীর কর্মসূচি: বেলা পৌনে ১১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিএনপির কর্মসূচি: বেলা ১১টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির কূটনীতিক সভা রয়েছে। পরে দুপুর আড়াইটার দিকে পল্টনের কেন্দ্রীয় অফিসে সারাদেশে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন শুরু হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জামায়াতের কর্মসূচি: বেলা ১১টায় বিটিএন্ডটি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেশনের উদ্যোগে বিশেষ সাধারণ সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া): ড. রেজা কিবরিয়া ও কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নাম সংক্রান্ত জটিলতা দূর ও নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন। বেলা সাড়ে ১১টায় পল্টনে জামান টাওয়ারে এই সংবাদ সম্মেলন শুরু হবে।

You might also like

Comments are closed.